ঈশ্বরদী প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘কোর ক্যাচার’ স্থাপন উদ্বোধন

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ‘কোর ক্যাচার’ বা ‘মেল্ট ট্র্যাপ’ স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। রিয়্যাক্টরের তলদেশে স্থাপিত এই ডিভাইসটি আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ড. ইয়াফেস ওসমান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শওকত আকবর এবং রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমস্ত্রয়এক্সপোর্টের (এএসই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওভারসিজ প্রজেক্টস-আলেস্কান্দার খাজিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ঊর্ধŸতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলেস্কান্দার খাজিন বলেন, ‘রূপপুর পারমাণবিক

বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় এটি একটি অনন্য ব্যবস্থা এবং প্রায় ২০০ টন ওজনের এমন একটি বড় আকারের ডিভাইস আমরা প্রথমবারের মতো প্রকল্পের ১নং ইউনিটের রিয়্যাক্টর ভবনে স্থাপন করছি। আগামী ৬ মাসের মধ্যে এটি স্থাপনের কাজ সম্পন্ন হবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রতিটি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হবে। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তির অধীনে রসাটমের প্রকৌশল শাখা এএসই প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে। রূপপুর প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ কঠোরভাবে মনিটরিং করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close