রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১১ জুন, ২০১৮

পদ্মা অয়েলের জমি অধিগ্রহণ : ৭০০ হিন্দু পরিবারের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ৬ দশমিক ৯ একর জমি অধিগ্রহণ নিয়ে বিক্ষোভ করেছে সেখানে বসবাসরত ৭০০ হিন্দু পরিবারের দুই হাজার নারী পুরুষ। উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ব্রাহ্মণখালী, পিতলগঞ্জ মৌজার প্রায় ২০টি দাগে সর্বমোট ৬ দশমিক শূন্য ৯ একর জমি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জমি অধিগ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রস্তাব করেছে।

‘পদ্মা অয়েল কোম্পানি ঠেকাও, পরিবেশ বাঁচাও’ আন্দোলনের ব্যানারে গতকাল রোববার বিকালে উপজেলার ব্রাহ্মণখালী এলাকার শীতলক্ষ্যা নদীর পাশে ঋষিপাড়া এলাকা মানববন্ধন করা হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এলাকাবাসী বলছেন, ‘ওই ঘনবসতি এলাকায় যদি ডিপো করা হয় তাহলে কোনো কারণবশত অগ্নিকা- ঘটলে ছয় মাসেও তাপদাহ বন্ধ হবে না। সেখানে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ৭০০ পরিবার তখন যাবে কোথায়?’

মানববন্ধনে বক্তব্য দেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার টুকু, রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, শ্রী চরণ দাস, শুনিল চন্দ্র দাস প্রমুখ। তারা বলেন, এখানে পেট্রোলিয়াম কোম্পানির ডিপো হলে পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এখানকার পরিবেশ বসবাসের অনুপোযোগী হয়ে উঠবে। পরে স্থানীয়রা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দফতরে ওই জমি অধিগ্রহণের বিরুদ্ধে স্বারকলিপি প্রদান করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist