চট্টগ্রাম ব্যুরো

  ১৪ মে, ২০১৮

শত শত যাত্রী হাতেগোনা বাস!

মোড়ে মোড়ে ঘরমুখো শত শত যাত্রী। লম্বা বিরতি দিয়ে দু-একটি বাস আসছে। পড়িমড়ি করে বাসের দরজায় ভিড় করছেন তরুণ-যুবারা। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ সিঁড়ি বেয়ে উঠে পড়ছেন বাসের ছাদে! অসহায় চেয়ে থাকেন নারী-ও বয়স্করা।

নগরের আগ্রাবাদের বাদামতল মোড়ে এ দৃশ্য নিয়মিত দেখা যায় প্রতিদিন বিকালে। শুধু আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা নয়, বিকালে বন্দরটিলা, কেইপিজেড, সল্টগোলা ক্রসিং, কাস্টম মোড় (বন্দর ৪ নম্বর গেট), বারিক বিল্ডিং মোড়সহ প্রায় প্রতিটি স্টপেজে শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এ নিয়ে পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদ এলাকার স্থানীয় লোকজনও ক্ষুব্ধ।

গতকাল রোববার বিকালে বাদামতল মোড়ে কথা হয় একটি শিপিং লাইনের কর্মী ছালামত আলীর সঙ্গে। তিনি বলেন, এ নগরের গণপরিবহন যাত্রীদের দুর্ভোগ দেখার কেউ নেই। বিশেষ করে নারী ও শিশুদের। এখানকার যাত্রীরা অসহায়, জিম্মি। ৬৫ লাখ মানুষের এ শহরে প্রয়োজনের তুলনায় গণপরিবহন নেই। মেট্রোরেল নেই।

ডেমু ট্রেন নেই। সবচেয়ে দুঃখের বিষয় পাবলিক বাসগুলো বিকালবেলা সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কালুরঘাট বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, নাসিরাবাদ শিল্প এলাকার পোশাক কারখানাগুলোতে ‘রিজার্ভ’ ভাড়ায় চলে যায়। ফলে নির্দিষ্ট রুটগুলো বাসশূন্য হয়ে পড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist