পাবনা প্রতিনিধি

  ১২ মে, ২০১৮

আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশের ডাক

সাঁথিয়ায় ১৪৪ ধারা জারি

পাবনার সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার অধ্যাপক আবু সাইয়িদের সমর্থক এবং অ্যাডভোকেট শামসুল হক টুকুর সমর্থকরা একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

জানা যায়, অধ্যাপক আবু সাইয়িদ দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে তৃণমূল পর্যায়ে প্রচারাভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মহাসমাবেশের আয়োজন করেন। অপরদিকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপির লোকজন শুক্রবারও একই স্থানে ছাত্রলীগের কর্মী সমাবেশ ডাকে। একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ সাঁথিয়া পৌরসভার আয়তন জুড়ে ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি জনসাধারণের অবগতির জন্য সাঁথিয়া পৌরসভায় মাইকিং করা হয়। বাড়ানো হয় পুলিশের টহল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পূর্বনির্ধারিত উপজেলার জোরগাছা নামক স্থানে অধ্যাপক আবু সাইয়িদের সমাবেশের কথা থাকলেও পার্শ্ববর্তী স্থানে শামসুল হক টুকুও সমাবেশের আয়োজন করেন। এতে উভয়ের গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করার কারণে উপজেলা প্রশাসন বাধ্য হয়ে সেখানেও ১৪৪ ধারা জারি করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist