খুলনা প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০১৮

সিটি নির্বাচন

খুলনায় কাল নামছে ভিজিল্যান্স টিম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণে চারটি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম আগামীকাল বুধবার থেকে মাঠে কার্যক্রম শুরু করবে। গতকাল সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে কেসিসি নির্বাচন উপলক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসি নির্বাচনে অংশগ্রহণকারীরা আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তা পর্যবেক্ষণ করবেন।

এর আগে আচরণবিধি পর্যবেক্ষণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে চারটি টিম গঠন করা হয়। এরা ভাগ হয়ে ৩১টি ওয়ার্ড পর্যবেক্ষণ করবে। কাল থেকে এ টিম মাঠে কার্যক্রম শুরু করবে। পর্যবেক্ষণ টিম সাধারণত সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কি না অথবা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা সরেজমিন পরিদর্শন করবে। নির্বাচনী প্রচারণা ও ব্যয় বাবদ বিধিমালার নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় হচ্ছে কি না বা অন্য বিধিবিধান যথাযথভাবে পালন হচ্ছে কি না, তা দেখবে। আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসামাত্রই বিধি অনুসারে ব্যবস্থা নেবে। অন্য নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ করবে। এ ছাড়া স্থানীয় পরিস্থিতির ওপর তিন দিন অন্তর অন্তর পূর্ণাঙ্গ প্রতিবেদন রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist