কূটনৈতিক প্রতিবেদক

  ১১ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে চাপ দেবে যুক্তরাজ্য

ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্য আন্তর্জাতিকভাবে চাপ দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ এ কথা জানান তিনি।

তিনি বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সমর্থন দেওয়া হবে। এটি পরিষ্কার যে, চরম নির্যাতন হয়েছে বলে তারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। তাদের অধিকার রয়েছে আন্তর্জাতিক আদালতে এ নিয়ে বিচার চাওয়ার। এ জন্য নিরপেক্ষ তদন্তও চায় যুক্তরাজ্য।

রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে ফেরত যাবে। এ জন্য আন্তর্জাতিকভাবে আওয়াজ তুলতে হবে জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রে যুক্তরাজ্য সহযোগিতা করে যাবে।

বিরোধী দল কী গণতান্ত্রিক অধিকারের যথেষ্ট সুযোগ পাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমি এ বিষয়ে বলার অবস্থানে নেই। তবে শান্তিপূর্ণ সমাবেশ করা সবার অধিকার বলে মনে করি। আমরা বিশ্বাস করি, সামনের সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থা বিরাজ করবে নির্বাচনের সময়। বাংলাদেশের কোনো রাজনৈতিক আলোচনায় বিদেশি মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশিরা নিজেরাই এ জন্য যোগ্য। উন্নয়শীল দেশের যোগ্যতা অর্জনের জন্য এ সময় শুভেচ্ছা জানান তিনি। বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পরও যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম সহযোগী। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশও যুত্তরাজ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist