নিজস্ব প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০১৮

স্বাধীনতার গৌরবগাথা ‘পোড়ামাটির স্বপ্নযাত্রা’

তরুণ প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে র‌্যাব-৪ স্থাপন করেছে ‘স্বাধিকার, স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিল্পকর্ম। এতে উঠে এসেছে ছোট পরিসরে ৪৭-এর দেশভাগের পর থেকে আজকের বাংলাদেশ হয়ে ওঠার এক অনন্য শিল্পিত গৌরবগাথা। শিল্পকর্মটির মূল টেরাকোটা চিত্রের নাম রাখা হয়েছে ‘পোড়ামাটির স্বপ্নযাত্রা’। চিত্রটি দৈর্ঘ্যে ১৮ ফুট ও প্রস্থে ৫ ফুট। টেরাকোটা চিত্রটি তৈরি হয়েছে বিশেষ ধরনের এঁটেলমাটি ও বেলে দো-আঁশ মাটির সংমিশ্রণে স্টোন ওয়্যার ফায়ারিংয়ের মাধ্যমে। টেরাকোটা চিত্রটিকে দ্বিমাত্রিক অবয়বে ত্রিমাত্রিক আবহে চিত্রিত করা হয়েছে। নরম সবুজ ঘাসের গালিচায় রয়েল বেঙ্গল টাইগারের পদচারণা আর গাছের ডালে বসে থাকা দোয়েল পাখিÑ সব মিলিয়ে যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার এক গৌরবময় স্বপ্নগাথা এই শিল্পকর্ম। আর তাই এ শিল্পকর্মটিকে আখ্যা দেওয়া হয়েছে ‘স্বাধিকার স্বাধীনতা স্বপ্নগাথা’।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৪ কার্যালয়ে এ শিল্পকর্মের উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর

আহমেদ। এ সময় তিনি বলেন, শিগগিরই দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘তালিকা ধরে শিগগিরই সারা দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হবে। মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সমন্বিত উদ্যোগে আমরা এই অভিযান শুরু করব।’

‘স্বাধিকার, স্বাধীনতা স্বপ্নগাথা’ শিল্পকর্ম প্রসঙ্গে র‌্যাব প্রধান বলেন, স্বাধীনতা যুদ্ধের পর আমরা যেসব পরিস্থিতি মোকাবিলা করেছি, তার সবকিছুই এই শিল্পচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এই প্রকল্প তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার ইতিহাস ধারণে কাজ করবে। এতে র‌্যাব সদস্যরাও দেশরক্ষায় অনুপ্রেরণা পাবেন।

উল্লেখ্য, চিত্রশিল্পী শরীফুল ইসলাম সবুজের করা চিত্রটির নামকরণ করেন ডিআইজি খন্দকার লুৎফুল কবির, পিপিএম সেবা, অধিনায়ক-র‌্যাব-৪। সহকারী পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান, পিএসসি, উপ-অধিনায়ক-র‌্যাব-৪। পরিকল্পনা ও বাস্তবায়নে মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, র‌্যাব-৪। সৌন্দর্যবর্ধনে এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, পরিকল্পনা সহকারী, সার্বিক তত্ত্বাবধান ও সাজসজ্জায় ছিলেন মো. আলাউদ্দিন মিয়া, ডিএডি অ্যাডমিন, সিপিসি-১ ও সার্জেন্ট মামুন র‌্যাব-৪।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist