আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মার্চ, ২০১৮

প্রথম কলাম

গির্জায় বাজ পড়ে নিহত ১৬ আহত ১৪০

বাজ পড়ে মৃত্যু হলো ১৬ জনের। রুয়ান্ডার এক গির্জায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ১৪০ জন। ঘটনাটি ঘটেছে গত শনিবার রুয়ান্ডার দক্ষিণ পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে। স্থানীয়দের অভিযোগ, ওই গির্জায় বজ্রপাত রোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র নেই। যে কারণে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটল। এই অঞ্চলের সব স্থানীয় গির্জাতেই বজ্রপাত প্রতিরোধ যন্ত্র নেই বলে জানা গিয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে। এ ছাড়া রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু জায়গাটি বজ্রপাতসহ নানা ধরনের দুযোর্গপ্রবণ এলাকা। রুয়ান্ডার মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছে। দুজন মারা যান হাসপাতালে। এর আগেও গত শুক্রবারেও বজ্রপাতে সেখানে একজন ছাত্র মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist