আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ, ২০১৮

তালেবান প্রধানের মাথার দাম ৫০ লাখ ডলার

তেহরিক-ই-তালিবান (পাকিস্তান) জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা মৌলানা ফজলুল্লাহকে ধরতে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। কুখ্যাত জঙ্গি মৌলানা ফজলুল্লাহর সন্ধানকারীকে পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার দেওয়া হবে। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করে আমেরিকা।

আল কায়েদার পর এখন আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)। এই জঙ্গি সংগঠন আফগানিস্তান ও পাকিস্তানে একাধিক নাশকতামূলক ঘটনার ঘটিয়ে চলেছে। এমনকি ২০১২ সালে নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে হত্যার আদেশ দিয়েছিলেন এই মৌলানা।

সেই সময় উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলন করছিলেন মালালা। ২০১২ সালে তাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়। যদিও বেঁচে যান মালালা। সেই মৌলানার সন্ধান পেতে এবার পাঁচ লাখ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করল আমেরিকা।

মৌলানা ছাড়া আরো দুই জঙ্গির জন্য পুরস্কারের কথা ঘোষণা করেছে আমেরিকা। একজন জামাত-উল-আহারের জঙ্গি আবদুল ওয়ালি, অপরজন লস্কর-ই-ইসলামের জঙ্গি মঙ্গল বাঘ। এদের সন্ধান দিতে পারলেও সন্ধানকারীকে ৩০ লাখ ডলার দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। প্রসঙ্গত তেহরিক-ই-তালিবান ভেঙে তৈরি হয় জামাত-উল-আহার। ইন্ডিয়ান এক্সপ্রেস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist