reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২০

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিন

এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এবার শ্রীলংকাকে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লংকানদের ২-০ গোলে হারিয়েছে ফিলিস্তিন। ইনজুরি টাইমে ফিলিস্তিনের হয়ে গোল করেছেন অধিনায়ক মাহমুদ আবুওয়ার্দা ও বদলী খেলোয়াড় খালেদ সালেম।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য বিস্তার করে রাখে ফিলিস্তিন। কিন্তু গোলপোস্টের নীচে থাকা গোলরক্ষক প্রবাদ অরুনাশ্রি বারবার তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। তারপর বেশ কয়েকটি আক্রমণ চালায় ফিলিস্তিন। এভাবে বিরতি পর্যন্ত ফিলিস্তিনের আক্রমন প্রতিহত করেই কাটিয়ে দিয়েছে লংকান দল।

বিরতির পর আক্রমনের ধারা আরো বাড়িয়ে দেয় ফিলিস্তিন। ৫৫ মিনিটে সতীর্থের ক্রসের বলে চলন্ত অবস্থায় হেড করেন রামি আলমাসালমা। এসময় লংকান গোলরক্ষক পরাস্ত হলেও সতীর্থ ডিফেন্ডার আসমাইল খালিদ গোল লাইনে থেকে পাল্টা হেডে বলটি ফিরিয়ে দেন। ফলে নির্ধারিত ৯০ মিনিটেও গোল করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে ইনজুরি টাইমের বাড়তি ছয় মিনিট কাজে লাগিয়ে পরপর দুই গোল করে জয় পেয়ে যায় তারা। ইনজুরির তৃতীয় মিনিটে বদলী মিডফিল্ডার সামেহ মারাবার হেডের সাহায্যে লংকান জালে জড়িয়ে দেন ফিলিস্তিন অধিনায়ক মাহমুদ আবুওয়ার্দা (১-০)।

শেষ মিনিটে আক্রমন থেকে সালেম বল নিয়ে লংকান ডি বক্সের কাছে চলে যান।কিন্তু বক্সের সামান্য বাইরে থেকেই গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দেন সালেম (২-০)।

নিজেদের প্রথম ম্যাচেও স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ফিলিস্তিনিরা। ফলে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মোকাবেলা করবে শ্রীলংকা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ রানারআপ হিসেবে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ,সেমিফাইনাল,ফিলিস্তিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close