reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০১৯

মেসির হ্যাটট্রিকে শীর্ষে বার্সেলোনা

দারুণ এক হ্যাটট্রিকে দলকে সামনে থেকে পথ দেখালেন লিওনেল মেসি। জালের দেখা পেলেন লুইস সুয়ারেস ও অঁতোয়ান গ্রিজমানও। লা লিগার ম্যাচে শনিবার রাতে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে এ নিয়ে টানা তিন ম্যাচে পাঁচটি করে গোল করল তারা।

কাম্প নউয়ে স্পেনের শীর্ষ লিগে টানা চতুর্দশ জয় পেল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকল টানা ৩০ ম্যাচ। ঘরের মাঠে চলতি আসরে ৭ ম্যাচে করল ৩০ গোল!

ম্যাচ শুরু হয়েছিল মেসির জেতা ষষ্ঠ ব্যালন ডি’অর শিরোপা প্রদর্শনের মধ্য দিয়ে। তিন ছেলে নিয়ে এসেছিল বার্সেলোনা অধিনায়কের ট্রফি। এদিনই রেকর্ডের মুকুটে যোগ করলেন আরেকটি নতুন পালক। ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড একার করে নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবারের লা লিগায় সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি (১২)। পেছনে ফেলেছেন ১১ গোল করা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে। এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,হ্যাটট্রিক,লিওনেল মেসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close