reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৯

বিপিএল

দল পাননি আশরাফুল-নাফীস-রাজ্জাকরা

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দলে জায়গা না পাওয়া ক্রিকেটারের সংখ্যা অনেক

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেরিতে হলেও দল পেয়েছেন। তবে তার সমসাময়িক বেশিরভাগ ক্রিকেটার দল পাননি।

এবারের বিপিএলে সব দলই সিনিয়রদের প্রতি তেমন উৎসাহ দেখায়নি। আর তাই মাশরাফি ছাড়া সে অর্থে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার দল পাননি। তাদের কোনো দলই নেয়নি। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলে জায়গা না পাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়।

জাতীয় দলের বাইরে থাকা সিনিয়রদের প্রায় সবাই ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। তার বড় অংশই কোনো দলে ডাক পাননি। তার মধ্যে আছেন—মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, আবদুর রাজ্জাক, তুষার ইমরান, নাইম ইসলাম, মার্শাল আইয়ুব আর জিয়াউর রহমানের মতো নাম।

এছাড়া ক্যান্সার থেকে সুস্থ্ হয়ে ওঠা জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল (‘সি’ ক্যাটাগরি), বাঁহাতি স্পিনার কাম ব্যাটসম্যান ইলিয়াস সানি (‘ডি’ ক্যাটাগরি), পেসার শাহাদত হোসের রাজিবও (‘ডি’ ক্যাটাগরি) দল পাননি।

দল পাননি দুই আসর আগে ব্যাট হাতে ঝড় তোলা ওপেনার মেহেদি মারুফ, বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব, পেসার শুভাশীষ রায়, লেগস্পিনার তানভীর হায়দার, টপ অর্ডার সৈকত আলী এবং জাতীয় দলের দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,প্লেয়ার্স ড্রাফট,সিনিয়র ক্রিকেটার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close