reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০১৯

বড় টার্গেটই পেলো বাংলাদেশ

অল্পতে বেধে রাখা গেলো না লঙ্কানদের। ২৫০ এর মধ্যে টার্গেট রাখার সম্ভাবনা দেখা গেলেও শেষমেষ ম্যাথিউস-মেন্ডিস জুটিতে ৩০০ কাছাকাছি করে ফেললো শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৯৪ রান। বাংলাদেশের সামনে ২৯৫ রানের টার্গেট।

এর আগে ম্যাচের শুরু থেকেই শফিউল ও রুবেল ভালো বোলিং করছেন। দারুণ বল করে শুরুতেই উইকেট তুলে নেন পেসার শফিউল। লেগ বিফোরের ফাঁদে ফেলে আভিশকা ফার্নান্দোকে ফেরান তিনি।

শফিউল প্রথম ওভারটি মেডেন নিয়েছিলেন। পরের ওভারে দেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে এসে ‍উইকেট শিকার করেন।

প্রথম উইকেট হারানোর পর করুনারত্নে ও পেরেরা জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন। এরপরই শ্রীলঙ্কার শতক পূরণের আগে করুনারত্নেকে আউট করেন তাইজুল।ফেরার আগে তিনি করেন ৪৬ রান। পরে ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল পেরেরাকে আউট করে জুটি ভাঙেন রুবেল।

ক্রিজে আছেন ম্যান্ডিস ও ম্যাথুইস। ৩ উইকেট হারানোর পর তারা দু’জন নতুন জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এদিকে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আজকের ম্যাচটি জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা,বাংলাদেশ,শফিউল ইসলাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close