reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০১৯

নেশনস লিগে চ্যাম্পিয়ন পর্তুগাল

নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে রোনালদোর পর্তুগাল

গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশনস লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে পর্তুগাল। শেষ তিন বছরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের এটি দ্বিতীয় মেজর শিরোপা। ২০১৬ সালে তারা প্রথমবারের মতো জিতেছিল ইউরো চ্যাম্পিয়নশিপ।

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর এই প্রথম ইউরোপের কোনো স্বাগতিক দেশ নিজেদের মাটিতে মেজর টুর্নামেন্টের ফাইনাল জিতল। আর নেদারল্যান্ড তাদের শেষ পাঁচ ফাইনালের চারটিই হারল। পর্তুগালকে তাদের মাটিতে কখনো হারাতে পারেনি নেদারল্যান্ডস। পোর্তোয় রোববার রাতে ডাচদের লড়াইটা ছিল তাই ইতিহাসের সঙ্গেও।

প্রথমার্ধে লড়াইটা হয়েছে সমানে-সমান। তবে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করা রোনালদোর একটি হেড রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক ইসাসপার সিলিসেন।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পর্তুগালক এগিয়ে দেন গুইদেস। বের্নার্দো সিলভার পাস থেকে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ভ্যালেন্সিয়ার এই মিডফিল্ডার। নেদারল্যান্ডস গোলমুখে প্রথম শটই নিতে পারে ম্যাচের ৬৫ মিনিটে। ততক্ষণে পর্তুগাল নিয়েছে ১৪টি শট। শেষ পর্যন্ত গোলটা আর শোধ দিতে পারেনি ডাচরা, শিরোপা উৎসবে মাতে পর্তুগিজরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পর্তুগাল,চ্যাম্পিয়ন,উয়েফা নেশনস লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close