reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

গ্রানাডায় ছক্কা-বৃষ্টি, রেকর্ড বইয়ে ওলটপালট

এ ম্যাচে সর্বোচ্চ ১৪ ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। আর ১২ ছক্কা এসেছে জস বাটলারের ব্যাট থেকে। ইংলিশদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

আর ক্রিস গেইল গড়েছেন নতুন কীর্তি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন গেইল। পাশাপাশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শুধু ওয়ানডেতেই তিনশর বেশি ছক্কার রেকর্ড তার দখলে। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ২৫ ছক্কা হাঁকিয়েও গড়েছেন নতুন রেকর্ড। পাশাপাশি ১৬২ রানের ইনিংস খেলার পথে ১৪তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি ওপেনার।

অন্যদিকে বাটলার ১৫০ রানের ইনিংস খেলেছেন ৭৭ বলে। ৭৬ বলে দেড়শ ছুঁয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়েছেন বাটলার। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে দেড়শ রান করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তার ১৫০ রানের ১২৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। ১২ ছক্কার পাশাপাশি হাঁকান ১৩ চার। এক ইসিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন তারই দখলে।

বাটলার বাদেও এ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান। এ ইনিংস খেলার পথে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মরগান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রিস গেইল,ছক্কা,রেকর্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close