reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সাকিব-মুশফিক

বিপিএলের এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাটিং করছে চিটাগং ভাইকিংস। টস জিতে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।

ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। পয়েন্ট টেবিলের তিন ও চারে থেকে সেরা চার নিশ্চিত করে মুশফিক ও সাকিবের দল। আজ যারা হারবে তারা বিদায় নেবে বিপিএল থেকে। ফাইনালে যাওয়ার টিকিট পেতে বিজিত দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে যারা হারবে তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, উপল থারাঙ্গা, কাজী নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, কাজী অনিক ইসলাম, মাহমুদুল হাসান লিমন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারিন।

চিটাগং ভাইকিংস : মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, রবার্ট ফ্রাইলিঙ্ক, হার্ডুস ভিলজিওন ও দাসুন শানাকা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,এলিমিনেটর ম্যাচ,মুশফিকুর রহিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close