reporterঅনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর, ২০১৮

৬০ বছর আগের রেকর্ড ছুঁলেন রোনালদো

গত গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো যখন জুভেন্টাসে যোগ দেন চোখ কপালে তুলেছিলেন অনেকেই। বিশ্বের অন্যতম সেরা রক্ষণ ক্লাব জুভেন্টাসে রোনালদো কতটা জ্বলে উঠতে পারেন সেটা নিয়ে ছিল সংশয়।

তবে শুরুর সংশয় কাটিয়ে সমালোচকদের ‍ভুল প্রমাণ করে দুর্দান্ত সব গোল উপহার দিয়ে চলছেন রোনালদো। মাত্র ১০টি লিগ ম্যাচে মাঠে নেমে জুভেন্টাসের ৬০ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

জুভেন্টাসের হয়ে লিগে ইতোমধ্যে সাত গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তার আগে জুভেন্টাসের হয়ে লিগে প্রথম ১০ ম্যাচে সাত গোল করেছিলেন জন চার্লস। ১৯৫৭-১৯৫৮ মৌসুমে জুভেন্টাসের হয়ে তা করেছিলেন তিনি। চার্লস সেই মৌসুম শেষ করেছিলেন ২৮ গোল নিয়ে।

ইতালিয়ন লিগে রেকর্ড চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে অনেক বড় বড় তারকা ফুটবলারা খেলে গেছেন। কার্লস তেভেজে, ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ, ত্রেজেগেতের মতো কিংবদন্তি ফুটবলাররা খেলেছেন এই ক্লাবের জার্সি গায়ে। তবে কেউই প্রথম ১০ ম্যাচে সাত গোল করতে পারেননি। হিগুয়াইন, কার্লস তেভেজ, ইনজাঘি করেছিলেন ছয় গোল করে। ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ, ডেভিড ত্রেজেগেত জুভেন্টাসের হয়ে ১০ ম্যাচে লিগে করেছিলেন পাঁচ গোল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোনালদো,গোল,রেকর্ড,জুভেন্টাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close