reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০১৮

আফগান লিগে চ্যাম্পিয়ন গেইল-নবীদের দল

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে বালখ লিজেন্ডস। রোববার রাতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে কাবুল জওয়ানকে ৪ উইকেটে হারিয়েছে গেইল-নবীদের বালখ লিজেন্ডস।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয় বালাখ ও কাবুল। টস জিতে কাবুল জওয়ানের অধিনায়ক রশিদ খান ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে কোয়াইশ আহমেদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করতে সক্ষম হয় কাবুল। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ঝড়ো ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১১ বল হাতে রেখেই জয় পায় মোহাম্মদ নবীর দল।

আগে ব্যাট করতে নেমে কাবুলের পক্ষে জাভেদ আহমেদী সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া ইনগ্রাম ও পার্নেল ২১ রান করে করেন। বল হাতে বালখের হয়ে কোয়াইশ মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান মোহাম্মদ নবী, আফতাব আলম, মিরওয়াইস আশ্রাফ ও রবি বোপারা।

জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইল ৩৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৫৪ রান করেন। আর রবি বোপারার অপরাজিত ৩২ রানে ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পায় বালখ লিজেন্ডস। বোলিংয়ে কাবুলের হয়ে পার্নেল ৩ উইকেট নেন। এছাড়া ফরিদ আহমেদ, রশিদ খান ও মুসলিম মুসা ১টি উইকেট নেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এপিএল,আফগানিস্তান প্রিমিয়ার লিগ,চ্যাম্পিয়ন,গেইল,বালখ লিজেন্ডস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close