reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

দুর্দান্ত এক জয় দিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশের মেয়েরা। এফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল বাছাই পর্বের 'এফ' গ্রুপে বাহরাইনকে ১০ গোলে হারায় বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডে, আনুচিং মোগিনী ও শামসুন্নাহার জুনিয়রের জোড়া গোলে বিধ্বস্ত বাহরাইন। শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের। ১২ মিনিটে গোল দিয়ে শুভসূচনা করেন আনাই মোগিনি। এর চার মিনিট পর মারিয়ার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। আবার ১৯ মিনিটের মাথায় গোল দেয় বাংলাদেশের মেয়েরা।

এরপর আনুচিংয়ের শটে আবার গোলের দেখা পায় লাল-সবুজের জার্সি ধারীরা। অন্যদিকে তেমন কোনো পাত্তাই পাচ্ছিলো না বাহরাইনের মেয়েরা। বিরতির আগে পঞ্চম গোল দেয় মারিয়া।

খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশের মেয়েরা। ৫৫ মিনিটে আঁখি খাতুনের পাস ধরে গোল করেন সাজেদা খাতুন। এর দুই মিনিট পর ফের গোল করেন শামসুন্নাহার জুনিয়র।

৫৮ মিনিটে শামসুন্নাহার জুনিয়রকে বক্সের মধ্যে ফাউল করে ডানা বাসিম বাংলাদেশকে পেনাল্টি তো দিয়েছেনই, পেয়েছেন লাল কার্ডও। পেনাল্টি থেকে গোল করেছেন শামসুন্নাহার সিনিয়র। ম্যাচের শেষ দুটি গোল মারিয়া এবং তহুরা খাতুনের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও বাহরাইন,অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল,ফুটবল,অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়শিপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close