reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

তামিমের এক হাতে ব্যাট, স্তম্ভিত ক্রিকেট বিশ্ব (ভিডিও)

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাম হাতের কবজিতে চোট পেয়েছিলেন। মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিলো। স্ক্যানে দেখা যায়, ভেঙেছে কবজি। এশিয়া কাপে আর খেলাই সম্ভব নয়। তার পরেও নয় উইকেট পড়ার পর ৪৭তম ওভারে তামিম ইকবালকে ব্যাট হাতে ক্রিজে যেতে দেখে অবাক গোটা ক্রিকেট বিশ্ব।

২৯ বছর বয়সী তামিম তিন বলে দুই রান করে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। যখন ফিরলেন, তখন নয় উইকেটে বাংলাদেশ ২২৯। বাকি তিন ওভার। তামিম নেমে এক হাতে খেলেন ওই ওভারের শেষ বল। তাকে অবশ্য বাকি সময় আড়াল করে রাখেন মুশফিকুর।

তবে এক হাতে তার ব্যাটিং ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়, সাহসিকতা ও দেশপ্রেমের অনন্য নজির তৈরি করলেন তিনি। শেষ উইকেটে শতরানকারী মুশফিকুরের সঙ্গে তার ৩২ রানের বাংলাদেশকে আড়াইশোর ওপারে পৌঁছেও দেয়। এবং বাংলাদেশ জিতেই শুরু করে এশিয়া কাপের অভিযান।

খেলা শেষে মুশফিক বলেন, তামিমকে ব্যাট করতে আসতে দেখে অবাক হয়ে যাই। এটা দারুণ মানসিকতার পরিচয়।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা বলেন, তামিমের এক হাতে ব্যাট করা কেউ ভুলতে পারবে না। ও নিজেই ব্যাট করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদি ব্যাট করতে নাও যেত, কেউই কিছু বলত না। এই সিদ্ধান্তর জন্য কৃতিত্ব প্রাপ্য ওর।

শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেছেন, তামিম দারুণ সাহসিকতার উদাহরণ রাখল। মুশফিকের সঙ্গে তামিম মিলে শেষে যে রান তুলেছিল, সেটাই তফাত গড়ে দেয়।

ভিডিওতে দেখুন :

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তামিম,এক হাতে ব্যাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close