reporterঅনলাইন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপ

কোহলিকে বিশ্রামে রেখে ভারতের দল ঘোষণা

অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্র্রামে রেখে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। টানা খেলার মধ্যে থাকায় কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এশিয়া কাপে তাই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারী হবেন শিখর ধাওয়ান।

এবারই প্রথম ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার খলিল আহমেদ। কোহলি না থাকায় দলে আছেন আম্বাতি রাইডু। অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি ব্যাকআপ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন দীনেশ কার্তিক।

১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ বলেন, ‘কাজের চাপের কথা বিবেচনা করে আমরা তাকে (কোহলি) বিশ্রাম দিয়েছি। সে টানা খেলে যাচ্ছে। গত আইপিএল থেকেই একের পর এক খেলেই যাচ্ছে। তাতে তার ওপর দারুণ কাজের চাপ বেড়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের সময়ই আমরা আলোচনা শুরু করেছিলাম তার ওপর কাজের চাপ কমানোর জন্য। এ কারণে আমরা কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে চেয়েছি, যারা তিন ফরম্যাটেই সমানভাবে খেলে থাকে। যে কারণে বিরাট এবং আরো কয়েকজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

তবে বিরাট কোহলিকে ছাড়াই ভারত পূর্ণ শক্তি দল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক। শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া কিংবা জসপ্রিত বুমরাহরা ভারতকে সেরা দল প্রমাণ করতে পারবে বলে বিশ্বাস তারা।

নতুন মুখ হিসেবে দলে এসেছেণ রাজস্থানের বাঁ-হাতি পেসার খলিল আহমেদ। ২০ বছর বয়সী এই পেসার মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে।

এশিয়া কাপে ভারতীয় দল রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মানিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুযুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিরাট কোহলি,বিশ্রাম,এশিয়া কাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close