reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৮

বিতর্কের মুখে ম্যারাডোনা!

আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচের পুরোটা সময়ই মাঠে থেকে নিজ দলকে সমর্থন দিয়েছেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। ম্যাচটি ১-১ এ ড্র হওয়াতে আর্জেন্টিনার খেলোয়াড় হতে শুরু করে দর্শক, এমনকি হতাশ হয়েছেন ম্যারাডোনা ‍নিজেও। আর্জেন্টাইন ডিফেন্সকে শুনতে হয়েছে অনেক দুয়োধ্বনি।

মাঠের লড়াইয়ে সমর্থকদের সমালোচনার তীর মেসির দিকে এলেও মাঠের বাইরের আচরণের কারণে বিতর্কের মুখে পড়েছেন ডিয়াগো ম্যারাডোনা।

রাশিয়া বিশ্বকাপকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছিল ফিফা। তবে মাঠের চিত্র ছিল সম্পূর্ণই ভিন্ন। ম্যারাডোনাকে দেখা গেছে তামাক খাওয়া অবস্থায়। আর তা নিয়ে চলছে নানা বিতর্ক। শুধু তামাক খাওয়া নয়, ম্যারাডোনার বিরুদ্ধে বর্ণবাদী আচরণেরও অভিযোগ উঠেছে।

বর্ণবাদের অভিযোগটি এনেছেন বিবিসি’র উপস্থাপক জ্যাকি ওটলি। একটি টুইটার বার্তায় এমন অভিযোগ অানেন তিনি। দক্ষিণ কোরিয়ার কিছু সমর্থকের সঙ্গে এই বর্ণবাদী আচরণ করেন বলে দাবি করেছেন এই উপস্থাপক। জ্যাকি ওটলির সঙ্গে থাকা আরেক সাংবাদিক সীমা জাসওয়ালও।

ওটলির কথায় সমর্থন দিয়ে সিমা বলেন, ‘আমি জ্যাকির সাথেই ছিলাম এবং ম্যারাডোনার বর্ণবাদী আচরণ দেখেছি। সমর্থকটি ম্যারাডোনার ছবি তুলছিলেন এবং যার বিপরীতে তাকে এই আচরণের শিকার হতে হয়। যা ছিল খুবই হতাশাজনক।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিতর্ক,ম্যারাডোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist