reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৮

ভারতকে হারানোর চ্যালেঞ্জ

বাংলাদেশ দলে শোকের আবহ

নেপালের কাঠমুণ্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা কাল পঞ্চাশ ছুঁয়েছে। নিহতের মধ্যে অন্তত পঁচিশজন বাংলাদেশি। মর্মান্তিক এই ঘটনায় শোকের চাদরে ঢেকে গেছে গোটা বাংলাদেশ। মাতমটা পৌঁছে গেছে শ্রীলঙ্কাতেও। যেখানে নিদাহাস ট্রফিতে অংশ নিয়েছে টাইগাররা। কিন্তু হাসিমুখে মাঠে নামতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদরা। আজ ভারতের বিপক্ষে শোকাহত একটি দলই লড়াইয়ে নামছে। কালো ব্যাজ পরে মাঠে নামছেন বাংলাদেশ ক্রিকেটারা।

শুধু বাংলাদেশ দলই নয়, কলম্বোর আকাশেরও মন ভালো না। কাল সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে শ্রীলঙ্কার রাজধানীতে। আকাশের এই কান্নার সঙ্গে মিশে গেছে মাহমুদউল্লাহ-মুশফিক-তামিমদের চোখের জল। বাংলাদেশ দলের অন্দরমহলের আবহটা যেন বিষাদময় হয়ে উঠেছে।

কাল গণমাধ্যমের কাছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাজ রিয়াদ জানতে চেয়েছেন এটাই কি দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা কিনা। শুধু তিনিই নয়, নিদাহাস ট্রফিতে অংশ নেওয়া তিন দলের সব ক্রিকেটারই খোঁজ খবর নিচ্ছেন নিহতদের বিষয়ে। প্রায় সবার মধ্যে একটা ভীতি কাজ করছে। কারণ এইসব ক্রিকেটারকে যে দেশ-বিদেশে সফর করতে হয় উড়োজাহাজে চড়েই।

পরশু খবরটা শোনার পর থেকেই শোকে কাতর হয়ে উঠেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। উজোজাহাজ দুর্ঘটনায় নিহতের শ্রদ্ধা জানাতে আজ ভারতের বিপক্ষে শোকের চিহ্ন নিয়ে মাঠে নামবে টাইগাররা। কাল ভারত ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, (সোমবার) যখন আমরা খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি, সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশি ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তার পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

এদিকে একটা ম্যাচ বদলে দিয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২১৪ রানের পাহাড় টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন শুরু করেছে টাইগাররা। সামনে এগিয়ে চলার পথচলায় বাংলাদেশ আজ পাচ্ছে ভারতকে। স্বপ্নের সীমানায় ফাইনাল থাকলেও মাহমুদউল্লাহর দৃষ্টি আপাতত পরের ম্যাচটিতে, ‘ভারত খুব ভালো খেলছে। টি-টোয়েন্টি সংস্করণটটিই এমন যে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, স্কিলগুলো ঠিকঠাক খেলতে পারবে, তাদেরই ফল ভালো হবে।’

আজকের ম্যাচের টাইগার একাদশে তাসকিনের জায়গায় মোটামুটি নিশ্চিত তরুণ পেস বোলার আবু হায়দার রনি। পেস বোলার তাসকিনের নিয়ন্ত্রণহীন বাজে বোলিংয়ের কারণেই তাকে বাদ দেয়া হবে। গত ম্যাচে সবচেয়ে বাজে বোলিং করেছেন তিনি। ওইদিন মাত্র তিন ওভার বোলিং করে ৪০ রান দেন তিনি। তার মধ্যে দুই ওভারেই দেন ৩৩ রান। যার কারণে ভারতের বিপক্ষে তাকে বাদ দিতে বাধ্য টিম ম্যানেজমেন্ট।

এছাড়া সাব্বিরের পারফরম্যান্স নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সময়ে খুব বাজেভাবে রান আউট হন তিনি। তাই ধারণা করা হয় আজ বাদ যেতে পারেন সাব্বিরও। সাব্বির বাদ গেলে তার জায়গায় দেখা যাবে আরিফুল হককে। তবে আজও সাব্বিরেরই থাকার সম্ভাবনাই বেশি। কারণ একটাই আন্তর্জাতিক অভিজ্ঞতা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান/আরিফুল হক, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিদাহাস ট্রফি,বাংলাদেশ ক্রিকেট দল,শ্রীলঙ্কা,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist