reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

সালমান বাটের ফিফটি

প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলছেন সালমান বাট। ২০১০ সালে যে স্পট ফিক্সিং কেলেঙ্কারি ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলেছিল, তার মূল হোতা ছিলেন তিনিই। মাঠে নেমেই অবশ্য মোহামেডানের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন, খেলেছেন ৬২ রানের একটি ইনিংস।

স্পট ফিক্সিং-কাণ্ডে কারাভোগও করতে হয়েছে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। নিষিদ্ধ ছিলেন পাঁচ বছর। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরলেও এখনো জাতীয় দলের দরজা বন্ধই আছে তার জন্য। এরইমধ্যে খেলতে এসেছেন বাংলাদেশের ক্লাব ক্রিকেটে।

টসে জিতে ফিল্ডিং নিয়ে প্রাথমিক সাফল্য অবশ্য ব্রাদার্স পেয়েছিল। দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় মোহামেডান। ৬ রানে ইফতেখার সাজ্জাদের বলে ইয়াসির আলী রাব্বীর ক্যাচ হয়ে ফেরেন রনি তালুকদার। এরপর অবশ্য শামসুর রহমানের সঙ্গে জুটি বেঁধে মোহামেডানকে অনেক দূর পৌঁছে দিয়েছেন সালমান। তিনি ৬২ রান করে অলোক কাপালির শিকার হয়েছেন। তার ক্যাচটি নিয়েছেন শাখাওয়াত হোসেন। ইনিংসটি তিনি খেলেছনে ৮০ বলে, ৭টি চারের সাহায্যে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিমিয়ার ক্রিকেট লিগ,মোহামেডান,সালমান বাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist