reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৮

ব্যাটিং ধ্বসে ৮২ রানেই অলআউট

ত্রিদেশীয় টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিধ্বংসী বলে শেষপর্যন্ত একশ রান না করেই মাত্র ২৪ ওভারে ৮২ রান করে অলআউট হয়ে গেল টাইগাররা।

খেলার শুরুতেই একে একে সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সুরঙ্গা লাকমাল তুলে নিয়েছেন দুটি উইকেট। রান আউট হয়েছেন সাকিব।ইনিংসের পঞ্চম ওভারে তামিম আউট হলে ৩ উইকেটে ১৬ রান নিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর ১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে দুশ্মন্ত চামারার তালুবন্দী হন মাহমুদউল্লাহ (৭)। এমন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে মুশফিক–সাব্বিরের ব্যাটে তাকিয়ে ছিল বাংলাদেশ দল।

কিন্তু অস্থিরতার পরিচয় দিয়ে দ্রুতই ফিরে যান সাব্বির। ১৭তম ওভারে থিসারা পেরেরাকে মিড অনে তুলে মারতে গিয়ে শেহান মাদুশঙ্কার তালুবন্দী হন। তাঁর আউটে বাংলাদেশের বিপর্যয় আরও ঘনীভূত হয়।

শ্রীলঙ্কার জন্য আজকের ম্যাচটা ফাইনালের আগে ফাইনাল। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ খেলেই ফাইনালে উঠে গেছে। তৃতীয় ম্যাচে আবারো বোনাস পয়েন্টসহ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ফলে বাংলাদেশের এই ম্যাচে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। তবে শ্রীলঙ্কার জন্য আছে অনেক অনেক হিসাব।

আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই ফাইনালে চলে যাবে লঙ্কানরা। হারলেও সুযোগ থাকবে তাদের। তবে সে ক্ষেত্রে হারের ব্যবধান যাতে বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাথুরুসিংহের শীষ্যদের। তিন ম্যাচ শেষে একটি জয়সহ শ্রীলঙ্কার রান রেট মাইনাস ০.৯৮৯। চার ম্যাচ খেলা জিম্বাবুয়ের রান রেট মাইনাস ১.০৮। আজ শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে ফাইনালে চলে যেতে পারে জিম্বাবুয়েও।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিদেশিীয় সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist