reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৮

হারের বৃত্তে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হারের মাধ্যমে শুরু করলো পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার সাত উইকেটে হেরেছে সরফরাজ আহমেদের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী ২৫ জানুয়ারি।

এদিন ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের দেয়া ১০৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন কলিন মুনরো। ১৩ বল খেলে ২২ রান করে অপরাজিত থাকেন রস টেইলর। পাকিস্তানের পক্ষে রুম্মন রইস ২টি ও শাদব খান ১টি করে উইকেট নেন।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর আজম। ১২ বল খেলে ২৩ রান করেন হাসান আলী। এছাড়া দুই অঙ্কের ঘরে কেউ রান করতে পারেনি। নিউজিল্যান্ডের পক্ষে স্টেথ র‌্যান্স ৩টি, টিম সাউদি ৩টি, আনারু কিচেন ১টি, মিচেল স্যান্টনার ২টি ও কলিন মুনরো ১টি করে উইকেট নেন।

পাকিস্তান ইনিংস : ১০৫ (১৯.৪/২০ ওভার) ফখর জামান ৩, উমর আমিন ০, মোহাম্মদ নওয়াজ ৭, হারিস সোহেল ৯, বাবর আজম ৪১, সরফরাজ আহমেদ ৯, শাদব খান ০, ফাহিম আশরাফ ৭, হাসান আলী ২৩, মোহাম্মদ আমির ৩, রুম্মন রইস ০*; স্টেথ র‌্যান্স ৩/২৬, টিম সাউদি ৩/১৩, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১১, আনারু কিচেন ১/৩, ইশ সোধি ০/২৫, মিচেল স্যান্টনার ২/১৫, কলিন মুনরো ১/১২

নিউজিল্যান্ড ইনিংস : ১০৬/৩ (১৫.৫ ওভার) মার্টিন গাপটিল ২, কলিন মুনরো ৪৯*, গ্লেন ফিলিপস ৩, টম ব্রুস ২৬, রস টেইলর ২২*; মোহাম্মদ আমির ০/১৩, রুম্মন রইস ২/২৪, শাদব খান ১/১৮, হাসান আলী ০/২৮, ফাহিম আশরাফ ০/৮, মোহাম্মদ নওয়াজ ০/১৪।

ফল : সাত উইকেটে জয়ী নিউজিল্যান্ড। প্লেয়ার অব দ্য ম্যাচ : কলিন মুনরো (নিউজিল্যান্ড)।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান ও নিউজিল্যান্ড,ওয়েলিংটন,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist