reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৮

৭৪ রানে অলআউট পাকিস্তান!

সিরিজ নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটিতে মাত্র ৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে ১৮৩ রানে। এই জয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখেই কিউইরা সিরিজ জয় নিশ্চিত করলো। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে ১৬ জানুয়ারি।

ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার দিক থেকে পাকিস্তানের আজকের ইনিংসটি চতুর্থ অবস্থানে রয়েছে। এরআগে ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এখন পর্যন্ত এটিই তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।

ডানেডিনে হওয়া ম্যাচটিতে নিউজিল্যান্ডের দেয়া ২৫৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৭.২ ওভারে ৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন রুম্মন রইস। নিউজিল্যান্ডের পক্ষে ৭.২ ওভারে ১৭ রান দিয়ে পাঁচটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া কলিন মুনরো ২টি ও লকি ফার্গুসন ২টি করে উইকেট নেন।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। কেন উইলিয়ামসন করেন ৭৩ রান। রস টেইলর করেন ৫২ রান। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ ১টি, রুম্মন রইস ৩টি, হাসান আলী ৩টি ও শাদব খান ২টি করে উইকেট নেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান ও নিউজিল্যান্ড,সর্বনিম্ন রানে অলআউট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist