reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৭

শিগগিরই বাজারে আসছে ৬ স্মার্টফোন

শিগগিরই বাজারে আসছে ৬টি নতুন স্মার্টফোন। নতুন এই ফোনগুলো আগের যে কোনো ফোনের চেয়ে উন্নত প্রযুক্তির। বিশ্লেষকরা মনে করছেন, ফোনগুলো ক্রেতাদের বেশ টানতে পারবে। এগুলোর মধ্যে একটি হচ্ছে নোট ৮। ধারণা করা হচ্ছে, ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে নোট ৮-এর ঘোষণা দিতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। নোট সিরিজের স্মার্টফোনগুলো বরাবরই উচ্চ কর্মদক্ষতায় ব্যবহারের জন্য জনপ্রিয়। ডিজিটাল কলম বা ‘এস পেন’র জন্য জনপ্রিয় গ্যালাক্সি নোট। নোট ৭ স্মার্টফোনের ভয়াবহ বিপর্যয়ের পর স্যামসাং বেশ গুরুত্ব দিচ্ছে নতুন নোট ৮-এ। বিশেষ করে এর ব্যাটারির দিকে। এবার নতুন স্মার্টফোনটিতে আঙুলের ছাপ নেওয়ার সেন্সর থাকছে এর পর্দার নিচেই। স্মার্টফোনের সামনে ও পেছনে ২ ক্যামেরা বা ডুয়াল ক্যামেরা থাকবে। নতুন নোট ৮-এর সঙ্গে থাকবে উন্নত বিক্সবি ডিজিটাল সফটওয়্যার। নোট ৮-এর পর্দা ৬.৪ ইঞ্চির হতে পারে। এ ছাড়া এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম, ৬৪ গিগাবাইট রম এবং ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নোট ৮ ফোনের দাম ৯০০ মার্কিন ডলার থেকে শুরু হতে পারে।

আইফোন ৮ আগামী সেপ্টেম্বরে আসতে পারে আইফোন ৮। জানা গেছে, আইফোন ৭-এর চেয়ে এর আকার বড় হবে। এতে থাকবে উন্নত রেটিনা ডিসপ্লে। ডুয়াল ক্যামেরাযুক্ত ফোনটির নকশাতেও ব্যাপক পরিবর্তন আনতে পারে অ্যাপল। এতে যুক্ত হবে তারহীন চার্জিং প্রযুক্তি। ওএলইডি ডিসপ্লেযুক্ত হাই-অ্যান্ড বা ফ্ল্যাগশিপ আইফোনের মডেলটির দাম এক হাজার মার্কিন ডলারের বেশি হবে। তবে ৬৪ জিবি মডেলের মূল আইফোনটির দাম কিছুটা কম রাখতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

নকিয়া ৮ অ্যান্ড্রয়েড ৮.০-চালিত নকিয়া ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নকিয়া ৮ হচ্ছে হাই-এন্ড স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, চার জিবি র‌্যাম, ডুয়াল সিম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে। এতে কোয়াড এইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। ডিসপ্লের মাপ হবে ৫ দশমিক ৩ ইঞ্চি। এতে জেইস ব্র্যান্ডের ক্যামেরা থাকবে। চারটি রঙে বাজারে আসবে নকিয়া। আগামী বছরের জুলাইয়ের শেষ নাগাদ ইউরোপের বাজারে ফোনটি আসবে। পরে অন্যান্য দেশের বাজারে এটি ছাড়তে পারে এইচএমডি গ্লোবাল। এর দাম হতে পারে ৬০০ মার্কিন ডলার।

এস ৯ গ্যালাক্সি এস সিরিজে নতুন আরেকটি স্মার্টফোন আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। গত এপ্রিলে বাজারে আসা এস ৮-এর সফলতার পর এবারে এ ফোনটি তৈরির কথা ভাবছে প্রতিষ্ঠানটি। গত দুই মাসে ২ কোটি ইউনিটের বেশি এস ৮ বিক্রি হয়েছে। সম্প্রতি এস ৯ ঘিরে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন শুরু হয়েছে। এস ৯-এর একটি কনসেপ্ট অনলাইনে ছড়িয়েছে। এতে চারটি ক্যামেরা ও ফোরকে ডিসপ্লে থাকার বিষয়টি দেখানো হয়েছে। ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এ ফোন বাজারে আসতে পারে। এর দাম হতে পারে ৮০০ মার্কিন ডলারের কাছাকাছি।

হাইড্রোজেন ওয়ান যুক্তরাষ্ট্রের সিনেমা ক্যামেরা নির্মাতা রেড ১ হাজার ২০০ মার্কিন ডলার দামের হলোগ্রাফিক ডিসপ্লেযুক্ত হাইড্রোজেন ওয়ান স্মার্টফোন আনছে। সম্প্রতি ফোনটির প্রোটোটাইপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আইফোন ৮-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড-চালিত ফোনটি বাজারে ছাড়তে পারে রেড। রেডের প্রতিষ্ঠাতা জিম জ্যানার্ড এক ফোরাম পোস্টে লিখেছেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এটার ভালো বর্ণনা করার উপায় নেই। আমাদের ডিসপ্লে এমন প্রযুক্তির, যা আগে আপনারা দেখেননি। এটা লেনসের মতো উভ-উত্তল (লেন্টিকুলার) নয়। অনেকে এ ডিসপ্লে তৈরি করতে ব্যর্থ হয়েছে।’ রেড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা এমন অ্যালগরিদম ব্যবহার করবে, যা স্টেরিও শব্দকে মাল্টিডাইমেনশনার অডিওতে রূপান্তর করতে পারবে। ফোনটির বিশেষত্ব হবে মডুলার সংযুক্তি। অর্থাৎ এতে বিভিন্ন যন্ত্রাংশ সংযুক্ত করার সুবিধা থাকবে। ফোনটির সঙ্গে রেডের ডিজিটাল সিনেমা ক্যামেরা যুক্ত করে কাজ করা যাবে। ২০১৮ সাল নাগাদ হাইড্রোজেন ওয়ান স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে রেড। বর্তমানে তাদের ওয়েবসাইটে এর আগাম ফরমাশ নিচ্ছে। অ্যালুমিনিয়াম কাঠামোর ফোনটির দাম শুরু হয়েছে ১ হাজার ১৯৫ মার্কিন ডলার থেকে। টাইটানিয়াম কাঠামোর ফোনের দাম ১ হাজার ৫৯৫ মার্কিন ডলার।

মেট ১০ অ্যাপলকে টেক্কা দিতে পরিকল্পনা সাজাচ্ছে হুয়াওয়ে। এ বছর শেষ হওয়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত স্মার্টফোনের প্রসেসর আনতে পারে প্রতিষ্ঠানটি। এটি হবে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমান প্রসেসর। অ্যাপলের আইফোন ৮ যখন বাজারে আসবে, তখন এই প্রসেসরচালিত ফোন বাজারে ছাড়বে হুয়াওয়ে। সেপ্টেম্বর মাস নাগাদ হুয়াওয়ে নতুন স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। হুয়াওয়ের সম্ভাব্য ফোনটির নাম হতে পারে ‘মেট ১০’। হুয়াওয়ের দাবি, নতুন ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি আর উন্নত ক্যামেরা থাকবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মার্টফোন,বাজারে আসছে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist