reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৭

স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

ঘুষ ও অন্যান্য দুর্নীতির দায়ে স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে ইয়াংকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউং-এর পদত্যাগের সঙ্গে এই মামলা সম্পর্কিত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে লি এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি সপ্তাহের প্রথমেই তাকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।

চলতি বছরের ৯ জানুয়ারি স্যামসাংয়ের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টকে তদন্তের স্বার্থে প্রশ্ন করতে প্রথমবার ডেকে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ২০১৫ সালে স্যামসাংয়ের মূল প্রতিষ্ঠান এবং নির্মাণ ব্যবসার ৮০০ কোটি মার্কিন ডলার একত্রীকরণে সরকারের সহায়তা নেয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

২০১৪ সালে স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হি হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচালনায় অক্ষম হয়ে পড়লে তার ছেলে ৪৮ বছর বয়সী লি কার্যত স্যামসাং গ্রুপের প্রধান হিসেবে কাজ শুরু করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্নীতি,স্যামসাং,লি জে ইয়াং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist