reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০১৮

তথ্য চুরির ঘটনায় বন্ধ হচ্ছে গুগল প্লাস

গুগলের সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম গুগল প্লাস থেকে গ্রাহকের তথ্য চুরির ঘটনায় এই সেবা বন্ধের ঘোষণা দিয়েছে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল। চলতি বছর বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের মার্চে বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয় গুগল। এ সময় গুগল প্লাস ব্যবহারকারী প্রায় ৫ লাখ গ্রাহকের তথ্য চুরি হয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি। যদিও হ্যাকিংয়ের অভিযোগ ওঠার পর সে সময় তা অস্বীকার করেছিল গুগল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হ্যাকিংয়ের পর চারশোর বেশি অ্যাপসে ব্যবহার করা হয় গ্রাহকদের চুরি করা তথ্য। অবশেষে তদন্ত এবং যাচাই বাছাইয়ের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে সেবা বন্ধের ঘোষণা দেওয়া হলো।

এদিকে গুগল আরো জানিয়েছে, ৯০ শতাংশ ব্যবহারকারী সোশ্যাল নেটওয়ার্কটিতে ৫ সেকেন্ডেরও কম সময় ধরে অবস্থান করতেন। গুগল প্লাস বন্ধ করে দিলেও ব্যবসায়িক উদ্দেশে ব্যবহৃত প্রাইভেট গুগল প্লাস প্ল্যাটফর্মটি বন্ধ করা হবে না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুগল,গুগল প্লাস,বন্ধ হচ্ছে গুগল প্লাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close