গাজীপুর প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

সরকারি জমি দখল : মালিক-এমডি কারাগারে

গাজীপুরে সরকারি খাস জমি দখল ও জলাশয় ভরাটের অভিযোগে দায়ের হওয়া মামলায় ‘ছায়াকুঞ্জ হাউজিংয়ে’র মালিক ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অভিযুক্তরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সাংবাদিকদের জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর সাতাইশের দাড়াইল ঘুসুলিয়া মৌজার প্রায় ১৫শ’ একর সরকারি খাস জমি এবং জলাশয় অবৈধভাবে দখল করে এমএ. ওয়াহাব এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিষ্ঠানের আবাসন প্রকল্প ‘ছায়াকুঞ্জ’ ৫ ও ৬ এর অধীনে সে জমিগুলো ভরাট করা হয়।

আব্দুস সালাম জানান, এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক মো. কামরুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক শহীদ রেজার বিরুদ্ধে গত ৫ জুলাই গাজীপুর আদালতে মামলা করে পরিবেশ অধিদপ্তর। আদালত সমন জারি করলে মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করে অভিযুক্তরা। পরে শুনানি শেষে আদালতের বিচারক ইলিয়াস রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জমি,দখল,কারাগার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close