reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

২২২ শিক্ষককে এমপিও দেওয়ার নির্দেশ

বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত পাঁচটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

পরে মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘রিট আবেদনকারীরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। অথচ তারা এমপিও সুবিধা পাচ্ছেন না। এ কারণে তারা রিট দায়ের করেছেন। সেই রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। এ সব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায়ে রিট আবেদনকারীদের এমপিও দিতে নির্দেশ দেন।’

প্রসঙ্গত, এর আগে ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেন সহ ২২২ শিক্ষক তাদের চাকরি এমপিওভুক্ত চেয়ে পৃথক পৃথক ৫টি রিট আবেদন করেন। সেই রিটের শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
২২২ শিক্ষক,এমপিও,নির্দেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist