reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০১৭

কংগ্রেসে রাহুল গান্ধীর যুগ শুরু

আনুষ্ঠানিকভাবে মা সোনিয়া গান্ধীর কাছ থেকে ভারতীয় কংগ্রেস পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন রাহুল গান্ধী। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেস পার্টির সদরদপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে এনডিটিভি। সোনিয়া গত ১৯ বছর ধরে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন।

নেহেরু-গান্ধী পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি ৪৭ বছর বয়সী রাহুলকে এর আগে একজন ‘অনাগ্রহী রাজনীতিক’ হিসেবে দেখতো পর্যবেক্ষকরা। কিন্তু চলতি গুজরাট বিধানসভার নির্বাচনে দলীয় প্রচারণায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি সেই ইমেজ ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেছেন বলে ধারণা পর্যবেক্ষদের। রাহুলে অভিষেক অনুষ্ঠান শুরুর আগে সকাল থেকেই কংগ্রেস দপ্তরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। ড্রামের শব্দের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা লোকনৃত্য শিল্পীরা পতাকা ও ব্যানার নিয়ে মিছিল করে আসা দলীয় কর্মীদের মিছিলগুলোকে স্বাগত জানাতে থাকেন।

কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়া নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম সদস্য রাহুল। দলীয় সভাপতি নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একমাত্র প্রার্থী হিসেবে সোমবার ৪৭ বছর বয়সী রাহুলকে বিজয়ী ঘোষণা করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কংগ্রেসে রাহুল গান্ধীর যুগ শুরু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist