reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুলাই, ২০১৭

অবশেষে কাতারের সন্ত্রাস দমন আইনের পরিবর্তন

অবশেষে কাতার তাদের দেশের সন্ত্রাস দমন আইনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে দেশটি। দোহা ও তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চরম সংকটের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলোর এটি ছিল অন্যতম। কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অভিযোগ হচ্ছে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সহযোগিতা করছে। শেখ তামিম বিন হামাদ আল সানির ফরমানে ব্যক্তিবর্গ ও সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রণয়ন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়। এতে সন্ত্রাসী, সন্ত্রাস-সংশ্লিষ্ট অপরাধ, সন্ত্রাসী সংস্থা এবং সন্ত্রাসী কর্মকান্ডে আর্থিক সহযোগিতার বিষয় সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাসবাদমূলক কর্মকান্ডে অর্থ যোগান বন্ধে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেয়া হলো। প্রসঙ্গত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ৫ জুন থেকে কাতারকে বয়কট করে আসছে। তারা স্থল সীমান্ত বন্ধসহ দোহার বিরুদ্ধে অবরোধ আরোপ করে তাদের আকাশসীমায় কাতারের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং কাতার থেকে তাদের নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। এই অঞ্চলের সবচেয়ে গুরুতর এ রাজনৈতিক সংকট নিরসনে এই ৪ আরব দেশ কাতারের কাছে ১৩ দফা দাবির একটি তালিক পেশ করে। তবে কাতার তাদের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখান করে এসব দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সন্ত্রাস দমন আইনে পরিবর্তন,কাতার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist