আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে, ২০১৭

প্রধানমন্ত্রী মোদিই সেরা জনপ্রতিনিধি : প্রণব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সময়ের সেরা জনপ্রতিনিধি ও যোগাযোগকারী হিসেবে বর্ণনা করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ‘দেশ পরিচালনায় মোদির তিন বছর পূর্তি’ উপলক্ষে দিল্লিতে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গত শুক্রবার রাতের ওই অনুষ্ঠানে প্রণব মুখার্জী আরো বলেন, ‘যোগাযোগ রক্ষা করার ক্ষমতা ছাড়া কোনো জনপ্রতিনিধিই তার ধারণা ও দৃষ্টিভঙ্গি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারেন না।’ এ সময় ‘মান কি বাত : এ সোশ্যাল রেভ্যুলেশন অন রেডিও’ ও ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই দুটিকে নরেন্দ্র মোদির দেশ শাসনের মধ্যকালীন কর্মকান্ডের দলিল বলেও উল্লেখ করেন প্রণব।

জানা গেছে, দেশ পরিচালনায় মোদি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বই দুটি বের করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। ‘মান কি বাত : এ সোশ্যাল রেভ্যুলেশন অন রেডিও’ বইটিতে এর আগে প্রতিমাসে ভারতীয় রেডিওতে দেওয়া মোদির বক্তব্য তুলে ধরা হয়েছে। অপরটি সাংবাদিক উদয় মহরকরের লেখা ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ বইটিতে একজন সাংবাদিকের চোখে মোদি সরকারের অর্ধেক সময়ের শাসনকাল বর্ণনা করা হয়েছে। এ সময় বইগুলো প্রকাশে এর প্রকাশকদের ধন্যবাদ জানান প্রণব মুখার্জী। বইগুলো সমসাময়িক বিষয় তুলে ধরছে জানিয়ে তিনি এগুলোর ব্যাপক পাঠক থাকা উচিত বলেও মন্তব্য করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist