reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৭

ম্যানচেস্টার হামলা : আইএসের দায় স্বীকার

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে একটি কনসার্টে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

হামলার পর আইএস এক বিবৃতির মাধ্যমে হামলাটির স্বীকারের কথা জানায়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে তা জানা যায়।

ওই হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে ম্যানচেস্টার অ্যারেনাতে মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষ হওয়ার পর সেখানে বোমা হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিয়ানার কনসার্ট শেষ হওয়ার পর মানুষ যখন ফিরছিল তখনই ভিক্টোরিয়া ট্রেন ও ট্রাম স্টেশনের কাছে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মাঠে অনেক মানুষকে চিকিৎসা দেওয়া হয়। বিস্ফোরণের পরপরই ভিক্টোরিয়া ট্রেন ও ট্রাম স্টেশন বন্ধ এবং সব ট্রেন চলাচলের শিডিউল বাতিল করা হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ম্যানচেস্টার হামলা,দায়,আইএস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist