পার্থ মুখোপাধ্যায় (কলকাতা)

  ০৪ আগস্ট, ২০২০

বাঙালি মেয়েদের অনলাইনে হেনস্থা, তদন্তে কলকাতা পুলিশ

রিয়া চক্রবর্তীর তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে বাঙালি মেয়েদের। এই অবস্থায় বাঙালি মেয়েদের অনলাইনে হেনস্থার ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশ। অনেকেই এই অশালীন আক্রমণের প্রতিবাদে রাজ্য মহিলা কমিশনে অভিযোগ করেছেন। তারপরই রাজ্য মহিলা কমিশনের তরফে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানানো হয়।

গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম মূরলীধর শর্মা। সোশ্যাল মিডিয়ায় যে সব অ্যাকাউন্ট থেকে কদর্য আক্রমণ আসছে, সেই সব অ্যাকাউন্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আগেই এর প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী-সাংসদ নূসরত জাহান।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যর সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর। রিয়ার বিরুদ্ধে এফআইআর করেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা। তার ছেলের মৃত্যুর জন্য রিয়া ও তার পরিবার দায়ী বলে অভিযোগ করেছেন তিনি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় একাংশের তীব্র কুরুচিকর আক্রমণের মুখে বাঙালি মেয়েরা। সব বাঙালি মেয়েদের উদ্দেশ্যেই ব্যবহার করা হয়ে চলেছে আপত্তিকর নানা শব্দ।

বাঙালি মেয়েরা কালো জাদু জানে, তারা বড় মাছ ধরতে ভালোবাসে। এরকম নানা আপত্তিজনক ভাষায় ক্রমাগত আক্রমণ চলছে বাঙালি মেয়েদের প্রতি। বাঙালি মেয়েদের দিকে তাক করে অশালীন মন্তব্য করে অবাঙালি মেয়েরাও। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রতিবাদ। লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করেছেন সাধারণ মানুষও। পাশাপাশি প্রতিবাদের স্বর শোনা গিয়েছে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান এবং সুশান্তের শেষ ছবি দিল বেচারায় সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছ থেকেও।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাঙালি মেয়ে,অনলাইনে হেনস্থা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close