reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২০

ইন্দোনেশিয়ায় জলোচ্ছ্বাসে ভেসে গেল ৬ শিক্ষার্থী

হঠাৎ জলোচ্ছ্বাসে আরও পাঁচজন নিখোঁজ রয়েছে

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা প্রদেশে একটি নদীতে জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সেমপোর নদীতে এই আচমকা জলোচ্ছ্বাসে আরও অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

সেসময় নদীর পাড়ের একাংশে মাধ্যমিক স্কুলের আড়াইশ’র মতো শিক্ষার্থী হাঁটছিল। তারা স্কাউটিং-সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নদীর কাছে এসেছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়। জলোচ্ছ্বাসে ছয় শিক্ষার্থী নিহত এবং আরও ছয় শিক্ষার্থী সামান্য আহত হয়েছে বলে উইবোও’র বিবৃতিতে জানানো হয়।

এদের বাইরে আরও অন্তত পাঁচ শিক্ষার্থী এখনও নিখোঁজ বলে জানিয়েছেন ইয়োগিয়াকার্তা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান বিয়ারা ইউসোয়ান্তানা। নিখোঁজদের সন্ধানে পুলিশ, উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জলোচ্ছ্বাস,ইন্দোনেশিয়া,শিক্ষার্থী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close