reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২০

চীনে করোনাভাইরাসে মৃত্যুর হার বাড়ছেই

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, গতকাল রোববার নতুন করে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০৮ জনে।

চীন সরকার বলেছে, গতকাল রোববার মৃত্যুর সংখ্যার বিবেচনায় এটি ছিল চীনের সবচেয়ে প্রাণঘাতী দিন।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে আরও ৩ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়ালো।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল ইতিমধ্যে চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও হার মারনিয়েছে করোনাভাইরাস।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অধিকাংশ দেশ ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,চীন,মৃত্যুর হার,ভাইরাসে আক্রান্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close