reporterঅনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃত বেড়ে ৪৩

হারিকেন ডোরিয়ানেরে তাণ্ডবে বাহামাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বাহামাসের স্বাস্থ্যমন্ত্রী দুয়ানে স্যান্ডস জানান, সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ জন। তবে এই সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।বা

বাহামাসের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, গত রোববার বাহামাসের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ঙ্কর হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন, ঝড়ে ঘরবাড়ি হারা এবং ব্যাপক ক্ষতিগ্রস্থ বাহামা ও এ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশি মানুষ বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন।

তারা আরো জানায়, সম্ভবত কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে। এ কারণে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হারিকেন,ডোরিয়ান,বাহামাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close