reporterঅনলাইন ডেস্ক
  ২২ আগস্ট, ২০১৯

চীনে ভূমিধসে ৯ জনের মৃত্যু

এখনো নিখোঁজ ৩৫

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

স্থানীয় কর্মকর্তারা জানান, আকস্মিক বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছে। ভূমিধস ও প্রবল বর্ষণে হাজার হাজার বাড়ি পানিতে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

সিচুয়ান প্রদেশের দমকল ও উদ্ধার কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়, অপর এক দমকল কর্মীকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে। পার্বত্য আবা তিব্বত ও কিয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের ওয়েনচুয়ান থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন,ভূমিধস,নিখোঁজ,প্রবল বর্ষণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close