reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

আক্রান্ত হলে হামলার হুঙ্কার দিলেন ইমরান

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর এই বিষয়ে প্রথম মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার দুপুরে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'কাশ্মীর হামলার পর পাকিস্তানে ভারত হামলা করলে, সেটার জবাব আমরা দেবো।’ এছাড়া ওই ভিডিও বার্তায় ভারত যদি হামলা করে, পাকিস্তান এর প্রতিশোধ নেবে, এমন হুঁশিয়ারি দেন তিনি।

ইমরান থান দাবি করেন, 'আসন্ন লোকসভা নির্বাচন সামনে বলে পাকিস্তানকে অযথা দোষারোপ করছে ভারত। তবে এই ব্যাপারে আমরা সিরিয়াস। এই হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এটা ভাবার কোনো কারণ নেই যে, পাকিস্তান প্রতিশোধ নিতে পারবে না। আমরা কিন্তু তাতে সক্ষম'।

তিনি বলেন, ‘একটা কথা মনে রাখুন, যদি পাকিস্তান আক্রান্ত হয়, তবে কোন চিন্তা-ভাবনা ছাড়াই ভারতে হামলা চালানো হবে।’

এর আগে ১৪ ফেব্রুয়ারি বিকেলে ভারতের কাশ্মিরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ভয়াবহ জঙ্গি হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ এর বেশি সদস্য নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইমরান খান,পাকিস্তান,হামলা,সেনা নিহত,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close