reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

চীনে যাবে পাকিস্তানের গাধা

এবার চীনের কাছে গাধা রফতানি করা শুরু করবে পাকিস্তান। তবে মজার ব্যাপার হচ্ছে, এই পশু উৎপাদনের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানের অধিকারী দেশ পাকিস্তান।

আর তাই এই খাত থেকে লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আয় করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের জিও টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে গাধার চামড়া ব্যবহৃত হয় বলে দেশটিতে এই পশুর দাম বেশ চড়া। গাধার চামড়াজাত গিলেটিন বহুকাল ধরে চীনে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।

চীনারা মনে করে, মানবদেহে রক্তের পুষ্টিমান ঠিক রেখে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে গিলেটিন কার্যকর ভূমিকা পালন করে।

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পশুসম্পদ বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, গাধা রফতানি বাড়ানোর লক্ষ্যে এই বিভাগ প্রদেশে গাধা প্রতিপালনের জন্য অসংখ্য ফার্ম নির্মাণ করবে শিগগিরই।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন,গাধা,রফতানি,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close