reporterঅনলাইন ডেস্ক
  ১৮ নভেম্বর, ২০১৮

ভারতে ঘূর্ণিঝড় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫

ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড় গাজার আঘাতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ কথা জানায়।

এক লাখ ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। ৪০০টির বেশি সরকারি আশ্রয়শিবিরে জরুরি ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ঝড়ের আঘাতে হাজারো গাছপালা উপড়ে গেছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এড়াপড়ি পালানিস্বামী বলেছেন, ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসে হতাহতের ঘটনা ঘটেছে। ঝড়ে ৩০ হাজার বিদ্যুতের খুঁটি ও এক লাখ গাছ উপড়ে গেছে।শত শত কর্মী এবং একটি নেভি হেলিকপ্টার ও দুটি জাহাজকে আবর্জনা পরিষ্কার, খাবার ও পানীয় সরবরাহে নিয়োগ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ‘গাজা’ তামিলনাড়ুর দিকে চলে যায়। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঘূর্ণিঝড়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড় গাজা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close