reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০১৮

ভারতের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহত ৬১

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে সর্বশেষ খবর অনুযায়ী ৬১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। অমৃতসরের যোধা ফটকের কাছে শুক্রবার সন্ধ্যায় এ ভয়ংকর দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রেল লাইনের ধারে রাবন বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, রেল লাইনের ওপর উঠে অনুষ্ঠান দেখতে শুরু করে অনেকে। রাবনের কুশপুতুল দাহ করার সময় বাজির শব্দে অন্য কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ফলে ট্রেন আসার বিষয়টি কেউ টেরই পায়নি। ওই সময় ট্রেন চলে আসায় হতাহতের ঘটনা ঘটে।

আহত কমপক্ষে ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদ সংস্থা আইএএসএস জানিয়েছে, দুর্ঘটনার সময় সেথানে অন্তত ৭০০ মানুষ উপস্থিত ছিল। নিহতদের মধ্যে শিশুসহ নারী রয়েছেন।

অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব বলেন, 'দুর্ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।'

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, আমি দুর্ঘটনার খবর শোনামাত্রই ঘটনাস্থলে গিয়েছি। সরকারি-বেসরকারি সব হাসপাতাল খোলা রাখার নির্দেশ দিয়েছি। নিহতদের পরিবারের সদস্যদের পাঁচ লাখ রূপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,ট্রেন দুর্ঘটনা,ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close