reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০১৮

যৌন নিপীড়ককেই বিচারক নিয়োগ করলেন ট্রাম্প

যৌন হয়রানির অভিযোগ, বিতর্ক আর বিক্ষোভের মধ্যেই সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী ব্রেট কাভানা।

শনিবার তার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি জন রবার্টস। এরপর অবসরপ্রাপ্ত বিচারপতি অ্যান্থনি কেনেডি উচ্চ আদালতে কাভানের আলাদা করে বিচারবিভাগীয় শপথ পাঠ করান।

ব্রেট কাভানা অ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তার এই নিয়োগকে ট্রাম্পের জন্য বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে।

কাভানাকে যখন শপথ পড়ানো হচ্ছিল, তখনো আদালতের বাইরে ব্যাপক বিক্ষোভ চলছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীরা আদালতে প্রবেশের চেষ্টা করেন।

এর আগে অবশ্য সিনেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫০-৪৮ ভোটে কাভানার মনোনয়ন বিল পাস হয়।

শপথের আগে কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বেশ কয়েকজন নারী। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন তিনি।

শেষ মুহূর্তে এফবিআই তদন্ত করে কাভানার সাফাই গাইলে যথেষ্ট সংখ্যক সিনেটর তাকে সমর্থন দেন। সিনেটে ভোটাভুটির সময় পাবলিক গ্যালারি থেকেও বহু মানুষ ‘লজ্জা, লজ্জা’ বলে চিৎকার করতে থাকেন।

কাভানা আজীবনের জন্য ওই পদে নিযুক্ত হলেন এবং নয় বিচারকের আদালতে তিনি রক্ষণশীলদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। যুক্তরাষ্ট্রের আইনের বিষয়ে তার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌন নিপীড়ক,বিচারক,ট্রাম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close