reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০১৮

তুরস্কে নির্বাচন : এরদোগানের অগ্নিপরীক্ষা

রিসেপ তাইয়েপ এরদোগানকে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য সুযোগ দেয়া হবে কি না, তুরস্কে তা নির্ধারণ হতে যাচ্ছে আজ। দেশটিতে রোববার জাতীয় নির্বাচন। গত কয়েক বছরের মধ্যে এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে এ ভোটগ্রহণ হবে।

এরদোগান এ নির্বাচনে জয়ী হলে নতুন প্রবল ক্ষমতা আয়ত্ত করবেন, যা সমালোচকদের ভাষায় ‘গণতান্ত্রিক শাসনকে সঙ্কুচিত করবে’। তবে এবারের নির্বাচন এরদোগান কিংবা তার দল একে পার্টির জন্য সহজ হচ্ছে না। তাদেরকে মধ্য-বামপন্থি প্রার্থী রিপাবলিকান পিপলস পার্টির মুহারেমের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে।

২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে দেশটিতে সেনাশাসন বলবৎ রয়েছে। আজকের এই নির্বাচন ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এরদোগান এটি এগিয়ে নিয়ে আসেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রিসেপ তাইয়েপ এরদোগান,তুরস্ক,প্রেসিডেন্ট নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist