reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০১৮

ফের মাহাথির যুগে মালয়েশিয়া

জয় উদযাপন করছেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়ে পেয়েছে ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট। আজ বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা হিসেবে শপথ নেবেন মাহাথির।

মালয়েশিয়াকে উন্নতির পথে নিয়ে যাওয়া মাহাথির এ নির্বাচনে নিজের সাবেক দলের বিরুদ্ধেই লড়েছেন। যে দলের হয়ে তিনি ২২ বছর ক্ষমতায় ছিলেন, বিরোধী জোটের নেতা হিসেবে সে দলেরই প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে টেনে নামালেন তিনি।

এর মাধ্যমে মালয়েশিয়ায় বারিসান ন্যাসিওনাল (বিএন) জোটের ৬১ বছরের শাসনের অবসান হল। ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এ জোট একটানা দেশটির ক্ষমতায় ছিল।

প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে মাহাথিরের এ অপ্রত্যাশিত জয়ে উৎসবে মেতেছে মালয়েশীয়বাসী। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে নাজিবের জনপ্রিয়তায় ধস নেমেছিল। আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না। আমরা আইনের শাসন ফিরিয়ে আনতে চাচ্ছি, বলেছেন মাহাথির।

রাতে এক সংবাদ সম্মেলনে নিজ জোট পাকাতান হারাপানের (অ্যালায়েন্স অব হোপ) জয় দাবি করার সময় মাহাথিরকে বেশ উৎফুল্ল ও প্রাণবন্ত লাগছিল। সাংবাদিকদের সঙ্গে কৌতুকের সুরে কথা বলছিলেন। বৃহস্পতিবার দিনের পরবর্তী কোনো একসময় মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করবেন তিনি। রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে এক অনুষ্ঠানে রাজা মালয়েশিয়ার সাংবিধানিক রাজতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপত্রে স্বাক্ষর করবেন।

ঘোষিত সরকারি ফলাফলে দেখা গেছে, মাহাথিরের পাকাতান হারাপান জোট পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১১৩টি জয় পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নাজিবের বিএন জোট ৭৯টি আসন ধরে রাখতে পেরেছে।

​পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাহাথির মোহাম্মদ,মালয়েশিয়া,জাতীয় নির্বাচন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist