reporterঅনলাইন ডেস্ক
  ০২ মে, ২০১৮

প্যারিসে মে দিবসে দাঙ্গা, গ্রেফতার ২০০

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব শ্রমিক দিবসে পুলিশের সঙ্গে শ্রমিক ইউনিয়নকর্মীদের সংঘর্ষ হয়েছে। সে সময় ইউনিয়নকর্মীরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ২০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। প্যারিসের পুলিশ প্রধান মাইকেল দেলপুয়েচ এ কথা জানিয়েছেন।

মাইকেল দেলপুয়েচ জানান, এই সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। তিনি বলেন, সহিংসতাকারীরা রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা 'প্যারিস জেগে ওঠো' 'পুলিশকে সবাই ঘৃণা করো' বলে স্লোগান দিতে থাকে।

এদিকে, এক টুইট বার্তায় এই সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি টুইটে বলেন, মে দিবসের মিছিলে সহিংসতার ঘটনা ঘটেছে। আমি তীব্রভাবে এর নিন্দা জানাই। অপরাধীদের শনাক্ত করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বলছে, বিক্ষোভে অংশ নেওয়া প্রায় এক হাজার দুইশ ব্যক্তির সবাই কালো জ্যাকেট পরা ছিল। তারা চরম-বামপন্থী অরাজক গ্রুপ ব্লাক ব্লকসের সদস্য।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফ্রান্স,বিশ্ব শ্রমিক দিবস,মে দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist