reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০১৮

এবার ভারত-পাকিস্তান অংশ নিচ্ছে একই যৌথ সামরিক মহড়ায়!

চির বৈরি সম্পর্কের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী আগস্টে রাশিয়ার উড়াল পর্বত এলাকায় আয়োজিত বহুজাতিক মহড়ায় অংশ নিতে দেখা যাবে চিরবৈরী দেশ দু’টিকে। ‘পিস মিশন- ২০১৮’ শীর্ষক এ মহড়া সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) একটি কর্মসূচির অংশ। এবারের মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানকে গুরুত্ব দেওয়া হবে। এতে ভারত-পাকিস্তান ছাড়াও অংশ নেবে চীন ও রাশিয়াসহ এসসিওর মোট আট সদস্য দেশ। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে সামরিক মহড়ার এই খবর দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম বলেছেন, তারা উড়াল পর্বতে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেবেন। ভারত-পাকিস্তান দেশ দু’টির নাম একসঙ্গে উচ্চারিত হতেই যেন অস্ত্রের ঝনঝনানির শব্দ বাজে কানে। স্বাধীনতার পর থেকেই যে বারবার যুদ্ধে জড়িয়েছে সাম্প্রদায়িক এক তত্ত্বের ভিত্তিতে ১৯৫০ এর দশকে বিভাজিত দেশ দু’টি। এবার প্রথমবারের মতো এমন সামরিক মহড়ার খবর পরমাণু শক্তিধর দু’দেশের সীমান্তেই জ্বালছে ‘আশার আলো’।

অবশ্য যৌথ সামরিক মহড়া এই প্রথম হলেও ভারত ও পাকিস্তানের সৈন্যরা একসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। দু’পক্ষই পেয়েছে জাতিসংঘ স্বীকৃতি। চীন, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তানের উদ্যোগে ২০০১ সালে এসসিও গঠিত হওয়ার পর প্রতি দু’বছরে এই ‘পিস মিশন’ মহড়ার আয়োজন করা হয়ে থাকে। এসসিওর মোট ৮ সদস্যের বাকি ৩ দেশ হলো ভারত, পাকিস্তান ও উজবেকিস্তান। এছাড়া ৪টি দেশ ‘পর্যবেক্ষক’ হিসেবে এবং ৬টি দেশ ‘সংলাপের অংশীদার’ হিসেবে রয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সামরিক মহড়ায়,ভারত-পাকিস্তান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist